জীবন রঙ

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

জীবন রঙ

 



জীবন একটা অসমাপ্ত ক্যানভাস,

রঙের স্তরে স্তরে চাপা পড়া সময় আর অন্তের দিকে ছোটা

যেখানে আমার কিছু ছোঁয়া রয়ে গেছে আধেক,

যেখানে ভ্যান গঘের The Starry Night এর মতো

কখনো অস্থিরতা, কখনো গভীর শূন্যতা আঁকা।


প্রেম ছিল-

এই ধরা যায় রেনোয়ার Luncheon of the Boating Party এর মতো,

রঙিন, কোলাহলময়, অথচ কোথাও একলা।

তারপর প্রেম গলে গেছে স্যালভাদোর দালির The Persistence of Memory এর মতো,

সময়ের অতলে গলে পড়েছে কিছু মুহূর্ত,

আমি কেবল গলিত ঘড়ির দিকে তাকিয়ে রইলাম।


শিল্প আমার আত্মার প্রতিচ্ছবি,

মাঝে মাঝে নিজেকে শিল্পী হিসেবে কল্পনা করি,

অভিনয়টা নিখুঁত করার চেষ্টা করি যাতে কেউ ধরতে না পারে 

তারপর তুলি চালাই আর উপভোগ করি-

কষ্টের রঙ গাঢ় হচ্ছে।

মোঙ্কের The Scream যেন আমার ভিতর থেকে চিৎকার করে ওঠে,

আমি শুনতে পাই সেই প্রতিধ্বনি,

অতি পরিচিত এবং অদ্ভুত 

যা শব্দের চেয়ে গভীর, যা সুরের চেয়ে বিষণ্ণ।


তারপর ইউটার্পের পূজা করি 

বেখেয়ালি নোটের মাঝে খুঁজেছি নিজেকে,

বেথোভেনের Moonlight Sonata শুনলে

মনে হয়, এই রাতটা আমার জন্যই কাঁদছে।

চোপিনের Nocturne বাজলে মনে হয়,

কেউ আমার অন্ধকার ক্যানভাসে আলোর স্পর্শ বুলিয়ে দিচ্ছে,

কিন্তু সেই আলো খুব ক্ষণস্থায়ী।


তবুও আমি আঁকি 

নিজের হাতে গড়া এক রহস্যময় দুঃখ,

তবুও আমি শুনি 

একটি হারানো সিম্ফনির অস্ফুট কান্না।

জীবন এখন এক বিভ্রান্ত রঙের জলছাপ,

যেখানে আমি আছি, অথচ নেই।


Post a Comment

নবীনতর পূর্বতন