হাজার মাইলে

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

হাজার মাইলে

তুমি মানে আসলে যা 

তা হলো প্রায় তিন হাজার মাইল দুরত্ব,

চোখের নিরীহ চাহনী আর একটি  জীবন্ত হাসি। 

সাথে আছে কটা দুঃখ আর ভালোবাসার উষ্ণতা,

একটা পূর্ণ সুখী কল্পনা ও তার উপর আসক্তি। 

আছে একটা গৌধূলী লগ্নের রক্তাক্ত মৃত সূর্য

যেখানে দেখি অন্ধকারে মিশতে থাকা কিছু ইচ্ছের আনাগোনা 

যারা কিনা কিছু হিসেব নিকেশ বুঝে নিতে চায়,

বাস্তবতার বিষয়টা ফাঁকি দিতে চায়- 

আর আমি সেখানে দাড়িয়ে আছি একা শূন্য মনে 

দাবি করছি ভালোবাসার, প্রেম পত্রও লিখছি।

ছক কষছি একটা বিপর্যয়ের, জীবন বিরুধী বিপর্যয়।

জানিনা শেষে কি হবে, তাতেই বা কি যায় আসে। 

আমি তো আছি, 

পৃথিবীর সব সিমান্ত আর সময় রেখা অতিক্রম করে 

তোমার ক্লান্ত বিছানায় তোমাকে ছুয়ে কল্পনায় কিংবা ভালবাসায়।


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন