আজ বুধবার

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

আজ বুধবার

 



আজ বুধবার।
দুপুর গড়িয়ে বিকেল হলো-
রোদ, বৃষ্টি, ছাতা, পায়ে পায়ে হাঁটা
আর দুধ চায়ের চুমুক-
সবই পরিচিত অভ্যেসে বাঁধা জীবন।

কিন্তু ক্লান্তি নেই-
তোমার নরম স্পর্শে,
ডাগর কালো চোখে, ঠোঁটে, চুলে-
সব দিয়ে কি আমায় চাইছো?
জানি না।

তবে জানি, মুহূর্তে আমি খুঁজে পাই-
সুখ, আনন্দ,
সিগারেটের টানের ফাঁকে কবিতার লাইন,
তোমার মনোযোগী দৃষ্টিপাত আর অঞ্জনের গানে
আমার বেসুরে গলা।

আজ বুধবার-
ঠিক কুড়ি বছর পরের কোনো বিকেলে,
কি আজকের মতোই ভাববে চায়ের কাপ হাতে?
কাজল-পরা বিষণ্ণ চোখে তাকিয়ে হাসবে তখন?
কি ভাববে তখন?

জীবন নিয়ে কি অনেক অভিযোগ করবে?
নাকি চায়ের কাপে চুমুক দিয়ে
জীবনকে আলিঙ্গন করে বলবে-
“আহা, জীবনটা মন্দ ছিল না!”

সেদিন কি ভাববে আমায়?
আমার মুখভরা কথা, হাসি, ঠাট্টা,
আর প্রেমের নিছক ছবি আঁকা-
হয়তো সেদিন নতুন ক্যালেন্ডারে
বেমানান ও পুরনো লাগবে সব।

আজ বুধবার।
এমন আরও হাজার বুধবার চলে যাবে-
তবে মনে রেখো, তুমি-
কোনো এক তরুণের বুধবারের বিকেলে,
জমে ছিলে তুমি
প্রেমে, ছন্দে, রঙিন জীবনে।


Post a Comment

নবীনতর পূর্বতন