The Fault In Our Stars Movie Review

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

The Fault In Our Stars Movie Review

The Fault In Our Stars Movie Review


The Fault in Our Stars
2014 ‧ Romance/Drama ‧ 2h 13m

 হ্যাজেল গ্রেস(Hazel Grace) ক্যান্সার আক্রান্ত রোগী। একসময় তার ডাক্তার জানায় যে সে ডিপ্রেসড, তাই তাকে সাপোর্ট গ্রুপে যেতে সাজেস্ট করে যেন সে মানুষের সাথে মেলামেশা করে। মা-বাবার অনুরোধে সে অনিচ্ছাসত্ত্বেও সাপোর্ট গ্রুপে যায় আর সেখানে প্রথম দিনই তার পরিচয় হয় অগাস্টাস ওয়াটার্সের(Augustus Waters) সাথে। তাদের মধ্যে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব গড়ে উঠে আর ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রণয়ে গড়ায়। কিন্তু দুজন ক্যান্সার সারভাইভারের এই ভালোবাসার ভবিষ্যৎ কি? সেটা জানতে হলেই দেখতে হবে মুভিটা। "Apparently the world is not a wish-granting factory." মূলত এই ডায়লগটা মুভিতে উপস্থাপন করা হয়েছে।


মুভিতে Hazel এর চরিত্রে Shailene এবং Augustus এর চরিত্রে Ansel এর অভিনয় অসাধারণ ছিল। মনে হয়েছে যেন they lived their characters. শুধু Hazel এর মায়ের চরিত্রে অভিনয় করা Laura Dern এর অভিনয় অতিরঞ্জিত মনে হয়েছিল। সেটাও অনেকটা চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে। মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। মুভির ডায়লগগুলোও মন ছুঁয়ে যাওয়ার মত। ডায়লগগুলো শুনার জন্য আপনার বারবার মুভিটা দেখতে মন চাইবে।

ব্যাক্তিগত রেটিং : 4/5

Post a Comment

أحدث أقدم