অবসানে মুক্তির সনদ
সাজ্জাদ শিশির
হে কবি কোথায় তুমি?
কবিতারা যে হাড়িয়ে যাচ্ছে সব!
রুপকথাদের কি ছুটি হয়ে গেছে?
এ কেমন সুরে হয়েছ তুমি মাতাল
এ কেমন ঘোরে ঘুরছে তোমার ভুবন
তোমার চিত্তকে করছো তুমি
আবেগর বিলাসী উষ্ণতায় বন্দি।
খুলে ফেলো সব বন্ধন
বিচ্ছেদে যে তোমার মুক্তি।
তোমার প্রশ্বাসে তুলো সাদা মেঘের জোয়ার
রংধনুর রঙে রাঙাও তোমার জগৎ
ভুলে যাও সব মায়ার ঝলক,
ঝেড়ে ফেল সব উষ্ণ জঞ্জাল।
পূর্ণতার সেই আলোয় তোমার মুক্তি
হাড়িয়ে যেওনা, হাড়িয়ে যেওনা তুমি
এ মায়ারও অকুল মরিচীকায়।
----
অবসানে মুক্তির সনদ
সাজ্জাদ শিশির
সাজ্জাদ শিশির
আরো পড়ুন :
إرسال تعليق