শৈশবকন্ঠ - একরাম আহমেদ শিশির ! বাংলা ছড়া কবিতা

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

শৈশবকন্ঠ - একরাম আহমেদ শিশির ! বাংলা ছড়া কবিতা

 শৈশবকন্ঠ

একরাম আহমেদ শিশির 









যাবি আবার সেই রঙিন মেলায়?

চড়ব মোরা নাগরদোলায়!

মাখবি কি শরীর আবার কাদায়?

বৃষ্টির মাঝে জামতলায়!


আবার বানাবো রঙিন ঘুড়ি

পলি-কাগজ আর শলা দিয়ে

করব আবার আম চুরি

পাথর ছুড়ে বা ডালে চড়ে

দাড় বিহীন সেই কাগজ নৌকা

বাইব বড় দিঘির জলে

ত্রিকোণ জালে ফড়িং ধরে

বাধব গাছে সুতো দিয়ে।


গাঙ্গুলি আর দাড়িয়াবান্ধা

খেলব আবার সবাই মিলে

কানামাছি খেলতে গিয়ে

দেখব বাধন ফাক করে

গোল্লাছুটে দিবি তুই দৌড়

কে পারবে আর ধরতে তোকে?

বৌচি-তে বউ হবি তুই

নিয়ে আসব তোকে ফাকি দিয়ে।


চল যাব বাকা নদীর তীরে

কাশফুল গুনে আনবো ঘরে

দিব ঝাপ পুকুর মাঝে

শাপলা তুলব মন ভরে

উড়না দিয়ে বানিয়ে দোলনা

দোলাবো তোদের ভীষণ জোরে

ভয় পেয়ে আমায় কত বকা

দিবি তোরা রাগ করে।


খাব মজার হাওয়াই মিঠাই

মুখে দিলেই চুপসে যাবে

চুপটি করে খাব নাড়ু

মা বলবে–কে খেলোরে?

তিলের খাজা বা পাপড় ভাজা,

খাব মোরা শব্দ করে।

দুটি টাকার কটকটি কিনে,

নিব সবাই ভাগ করে।


কাধের সাথে কাধ মিলিয়ে

হাটব কত মাঠে প্রান্তরে,

সন্ধ্যা হলে মা'র বকুনি

শুনবো নাহয় কান বন্ধ করে।

হারিকেনের নিভু আলোতে

উঠোন মাঝে চাটাই বিছে,

বলব মোরা আজগুবি সব

ভূতের গল্প ধীরে ধীরে।


রাতের বেলা মায়ের পাশে

শুনবো এক রাজার গল্প।

মা বলবে-"অনেক হলো

এবার বাবু ঘুমিয়ে পড়।"

বলব আমি–"না মা তুমি,

শোনাও আর একটি গল্প।

আলাদিনের যাদুর চেরাগ-

শুনেই আমি ঘুমিয়ে যাব।"


যাবি সেই দিনগুলোতে? 

যান্ত্রিক এই পাহাড় ছেড়ে?

সবুজ মাঠ ডাকছে যে আমায়,

পারছি না আর থাকতে ঘরে!

Post a Comment

নবীনতর পূর্বতন