নিখোঁজের পোস্টার
একরাম আহমেদ শিশির
আমি ব্যাস্ত নগরে দেয়ালের ভাজে নিখোঁজের পোস্টার–
আমি কারাগার ভাঙ্গা আসামীর হাসিমুখে চিৎকার–
বৃষ্টি মাখা রাতে উদাসীন শীতলতা–
অলস কোনো মস্তিষ্কে ব্যাস্ত ভাবনা–
ক্লান্ত ক্ষুদার্ত জৈনিকের মনে অজস্র কামনা–
অসার কোনো দেহে বিষন্নতার মায়া!
আমি অসহায় পথিকের রাতে আলো ঝড়া ল্যাম্পপোস্ট–
আমি ছোট্ট শিশুটির ভুলে করা সব দোষ–
মেঘের সাথে উড়া সুতোয় বাধা ঘুড়ি–
আমি রেলপথের মাঝে সুর হয়ে উঠা বিপন্ন আহাজারি–
আমি জানুয়ারির কুয়াশায় হাড়ানো আমি নামের অপেক্ষা–
এক কাজল দেওয়া অপসরীর ভুলে যাওয়া কবিতা!
_____
একটি মন্তব্য পোস্ট করুন