এই ধর আমি
হঠাৎ উধাও হয়ে ফিরে এলাম
একটি যুগ পরে
অথবা হাড়িয়ে গেলাম দৃষ্টি অগোচরে
অথবা দেখা হয়ে গেল আমাদের
কাশফুল আকা মেঠোপথে—শরতের বিকেল
ল্যাম্পের লালচে আলোর মতন সূর্যটা—
নিভু নিভু; একটু উপরে আকাশের নীলে,
নীল হওয়া আমাদের মুখ দেখছি
চোখ দুটো যেন হেমন্ত পেরিয়েছে।
২
হঠাৎ আবার আমি দৃষ্টি অগোচরে
জৈষ্ঠ্যর সোনালী মরিচিকায়
অথবা তিমির রাতের আধার-আধারে
কোনো ঝিঝিপোকা দলের আড্ডায়
অজস্র জোনাকীর স্রোতে
গা এলিয়ে একটি কবিতা লিখছি;
চেনা চেনা ব্যাথায় অপ্রসন্ন পেন্সিলটা দেখছি।
৩
ধর আমি নেই এই রাতে
কোনো বিষন্ন মিছিলে—
বাকহারা প্রতিবাদী জনতার বেশে,
উৎকন্ঠার প্রতিটি প্রহরে
একটি মন্তব্য পোস্ট করুন