City On Fire : Reservoir Dogs এর মেজর ইনফ্লুয়েন্স

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

City On Fire : Reservoir Dogs এর মেজর ইনফ্লুয়েন্স

City On Fire : Reservoir Dogs এর মেজর ইনফ্লুয়েন্স

Review by: Oli Ullah



  • Film: City On Fire 
  • Year: 1987
  • Director: Ringo Lam
  • Genre: Crime Thriller
  • Country: Hong Kong 🇭🇰

আশির দশকের অন্যতম সেরা হংকং মুভির একটা ছিল City On Fire, Quentin Tarantino এর ডেবু ফিল্ম Reservoir Dogs এর মেজর ইনফ্লুয়েন্স ছিল এই City On Fire. টারান্টানো নিজে এটারে ইনফ্লুয়েন্স বলে চালিয়ে দিলেও আমি পারসোনালি মানতে পারলাম না।পুরাপুরি রিমেক লাগল আমার কাছে।যাইহোক সেই তর্কে না যাই!


Plot with light spoiler: 

মুভির লিড অভিনেতা Chow Yun Fat একজন আন্ডারকভার পুলিশ।

হংকং শহরে কিছু জুয়েলারী ডাকাত রিসেন্টলি সাকসেসফুল হেইস্ট মিশন সম্পন্ন করার পর থেকেই পুলিশ উঠেপড়ে লাগে গ্রুপ টাকে এরেস্ট করতে।এরমধ্য Chow Yun Fat এর পরিচিত সিনিয়র পুলিশ অফিসার তাকে অর্ডার করে ডাকাত দের কাছে কিছু অস্ত্র বিক্রি করে তাদের ডিটেইস ও পরবর্তী মিশন সসম্পর্কে জানার জন্য।।ধীরে ধীরে সে ডাকাতদের বিশ্বাস অর্জন করে এবং পরবর্তী হেইস্ট মিশনের অংশ হয়।কিন্তুএর মধ্যে আবার পুলিশের নিজস্ব আন্ডারকভার কপরাও এই মিশনে যুক্ত যারা কিনা Chow Yun Fat কে চিনে না বরং সন্দেহ করে।

২ দিক ব্যালেন্স করে কতক্ষণ ই বা সে টিকতে পারবে?


💬Personal Rating: 8️⃣.5️⃣

Post a Comment

নবীনতর পূর্বতন