আপনার ওয়েবসাইট এর জন্য বানিয়ে নিন একটি ফর্ম। সম্পূর্ণ ফ্রিতে সুন্দর একটি ফর্ম পেজ।
হ্যালো বন্ধুরা,
আশা করি ভালো আছেন। আজকে দেখাব কীভাবে আপনার ওয়েবসাইট এর জন্য একটি ফর্ম পেজ তৈরি করবেন। আশা করি ভালো লাগবে। আপনি আপনার ওয়েব সাইট এর জন্য কন্টাক আস ফর্ম, রিপোর্ট ফর্ম, মতামত ফর্ম, সাবমিট পোস্ট ফর্ম ইত্যাদি তৈরি করতে পারবেন৷
প্রথমে এই ওয়েব সাইটটিতে যান:123formbuilder
১। এবার sign-up করে নিন।
২। Sign Up শেষে লগিন করুন।
৩। এবার New Form এ ক্লিক করুন
তারপর নিজের ইচ্ছে অনুযায়ী সুন্দর একটি ফর্ম তৈরি করুন।
ফর্ম ক্রিয়েট করার শেষে উপরে কোনায় পাবলিশ এ ক্লিক করুন। আপনি চাইলে Result এ ক্লিক করে ফর্মটি কেমন হবে দেখ
এবার প্লার্টফ্রম সিলেক্ট করুন এবং পাশের বক্স থেকে কোডটি কপি করুন।
আপনি চাইলে Embedded কোডটি কপি করে আপনার যেকোনো পেজে ব্যাবহার করতে পারবেন
Installation
আপনি যেকোনো পেজে এই কোডটি স্ক্রিপ্ট আকারে পেস্ট করুন। আমি ব্লগারে করবেন যেভাবে সেটা বললাম।
কেউ ফর্মটি পূরণ করলে যেভাবে চেক করবেন:
১। প্রথমে ওয়েবসাইটটি লগিন করুন।
২। এবার ড্যাশবর্ড এ যান।
৩। তারপর Recent Submission এ ক্লিক করুন।
এবার আপনার ফর্মটি সিলেক্ট করুন। এখানে আপনার সকল সাবমিশন দেখতে পারবেন। যেটা ফুল দেখতে চান সেটাতে ক্লিক করুন।
কোনো সমস্যা মতামত অভিযোগ জানাতে কমেন্ট করুন।
إرسال تعليق