একটি অন্তরীপ
-শিশির সাজ্জাদ
কি যেন ছিলো আপন মনের স্নিগ্ধ উষ্ণতায়।
ধুরু ধুরু হৃৎস্পন্দনে ঢাকা মুগ্ধ কল্পনায়,
ভাবনাগুলো শিকড়ের মতো
গজায় বিকৃত মস্তিষ্কচালনায়!
যেন সাগরের বুকচিরে ভাসমান একটি অন্তরীপ।
সেখানে বাস করে একগুচ্ছ নিরীহ অবেগ
আর তার বিপরীতে বাসা বাঁধে অভিমান, ঘৃণা।
কিসের আদলে এতো আয়োজন?
সেটা কি তাহলে মায়া?
যে মায়ায় কাটেনা আশা ভুলতে চায়না ভুল করে গেঁথে ফেলা সময়ের কাঁটায় ব্যথিত অতীত।
একসময় সবকিছু সেরে যায়, মুছে যায় সব নোনা ব্যথা। তারপরেও ব্যাকুল হয়ে যা চাওয়া হয়
সেটাই হয়তো ভালোবাসা
إرسال تعليق