আমি এবং আমার
শিশির সাজ্জাদ
আমার আঁধারে জ্যোৎস্না আসেনা
অন্ধকারে ফুরিয়েছে আলোর চাহিদা,
মিথ্যে আলোয় যে আমি বাঁচিনা
সত্যটা আমার কাছে অনেক দামি।
ভালোবাসি আমি আমার জগতে
যেন বড্ড আপন করছে আমায়!
জানিনা তো আমি কোনো কিছুই
আবার বোধহয় সবি জানি
এতো কিছুর মাঝেও কি নিজেকে আমি চিনি?
মিথ্যে নয় মিথ্যে নয়
আমার এ জগৎ অন্ধকার নয়।
শুধু চারদিকের আলোর মেলায়
নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন