রিভিউ : Gilbert Grape তার মা, দুই বোন এবং এক ভাইকে নিয়ে থাকে। তার বাবা মারা যাওয়ায় এত বড় সংসার তাকেই সামলাতে হয়। তার ছোট ভাই আর্নি(Arnie)ও একজন বুদ্ধি প্রতিবন্ধী, তাই তাকে দেখাশোনাও গিলবার্টের করতে হয়। তাছাড়া তাদের মাও থাকে অসম্ভব মোটা, সে নিজের সোফা ছেড়েও সহজে উঠতে পারে না। তার জন্য অতিরিক্ত খাবার জোগাড় করার জন্যও গিলবার্ট হিমশিম খাচ্ছে। এতকিছু সামলাতে সামলাতেই যেতে থাকে গিলবার্টের জীবন। এর মাঝেই তার জীবনে ভালোবাসা হয়ে আসে "Becky". পরিবার আর ভালোবাসার মাঝেই টানাপোড়েনে ভুগতে থাকে সে। কিন্তু তার জীবন কি সবসময়ই এমন থাকবে? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
মুভিতে সবার অভিনয়ই ভালো ছিল। তবে ডিক্যাপ্রিও'র চ্যালেঞ্জিং চরিত্রটা সে খুব ভালোভাবেই প্লে করেছে। জনি ডেপের অভিনয়ও খুব ভাল ছিল। ডিরেক্টিং, স্ক্রিনপ্লে, বিজিএমও ভালো ছিল। আপনি একটা মুভি দেখেই যদি ভালোবাসা, রাগ, কষ্ট অনুভব করতে চান তাহলে মুভিটা অবশ্যই আপনার জন্য।
Personal Rating : 4/5
إرسال تعليق