***Spoiler Alert***
রিভিউ : Jess Price জাপানের একটা হাইস্কুলে পড়ে। স্কুল থেকে পিকনিকে গিয়ে সে হারিয়ে যায়। স্কুল কতৃপক্ষ তার বড় বোন Sara কে খবর জানালে সে আমেরিকা থেকে জাপানে যায় বোনকে খোঁজার জন্য। Aokigahar'র আশেপাশের স্থানীয় লোকজন তাকে বনে একা যেতে বারন করে কারণ বনটা ভৌতিক। মানুষ সেখানে গিয়ে আত্মহত্যা করে আর সেখানে নাকি তাদের আত্মা দেখা যায়। সেখানে বসবাসরত Aiden এর সাথে Sara'র পরিচয় হয় এবং সে বনে যেতে রাজী হয়। Aiden'র এক বন্ধু যে কিনা বন থেকে লাশ সরানোর কাজ করে, তাকে নিয়ে পরদিন Sara আর Aiden বনে যায়। তারা কি Jess কে খুঁজে পাবে? খুঁজে পেলেও সে কি জীবিত থাকবে? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।
জাপানের "Suicide Forest" খ্যাত Aokigahara বনকে নিয়েই মূলত মুভির কাহিনী। লোকমুখে শোনা যায় এই বনে মানুষ যায় আত্মহত্যা করতে বা কেউ যদি ঘুরতেও যায়, কোন একটা শক্তি তাকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করে।
মুভির ডিরেক্টিং,সাউন্ড মিক্সিং কোনোটাই তেমন ভালো ছিল না। "Game Of Thrones" এর "Queen Margarie" খ্যাত Natalie Dormer এর অভিনয় এভারেজ ছিল মুভিতে। কয়েকটা জাম্পস্কেয়ার ছাড়া ভয় পাওয়ার মত কোন সিনও ছিল না। এত ইন্টারেস্টিং একটা প্লট নিয়ে আরও ভালো কিছু বানানো যেত।
Personal Rating : 0.5/5
إرسال تعليق