Detention : মুভি রিভিউ

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

Detention : মুভি রিভিউ

Detention

2019 ‧ Horror/Suspense ‧ 1h 43m

 সাইফাই বেশি দেখিনি।যদিও জাপানের ষাটের দশকে অলটাইম ক্লাসিক হরর আছে কিছু।তবে মডার্ন গুলা যেগুলা দেখছি ভাল লাগেনি।এটা বেশ ভালই লাগল।

ডিটেনশন ২০১৯ মুভিটা সেইম নামের ই একটা ভিডিও গেম এর লাইভ একশন এডাপ্টেশন।

🔴 প্লট: ক্লাস ৯/১০ এর ১ জন ছাত্র আর আরেকজন ছাত্রী যারা একই স্কুলে পড়ে দেখাও হয় প্রায় তাদের।একদিন ছাত্রীটা রাতে হঠাত ঘুম ভেংগে দেখে সে তাদের স্কুলেই,  কিন্তু পরিবেশ পুরো ভিন্ন। কিছুক্ষণ পরেই তার ঐ ছেলেটার সাথে দেখা হয়।২ জন স্কুল ঘুরে নিচে গিয়ে স্কুল থেকে বের হবার পর দেখলো মেইন রোডটা নেই।সেখানে বন্যা আর নদী বয়ে যাচ্ছে।
▪️কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো তারা তাদের বর্তমান সময়ে নাই।তারা ১৯৬০ এর দশকের তাইওয়ান এর সময়ে এসে পড়েছে যখন তাইওয়ানের রাজনৈতিক অবস্থা খুব খারাপ ছিল এবং অনেক ছাত্র ছাত্রী কে তখন আইনের লোক মেরে ফেলে, যাদের আত্না এবং আরো অনেক সুপারন্যাচারাল ইভিল তাদের চারদিকে ঘুরফির করতেছে।
তারা কীভাবে এলো?কেন এল?বেচে ফিরতে পারবে কি?

🏆Awards: Golden Horse Award for Best New Director
Golden Horse Award for Best Adapted Screenplay
Golden Horse Award for Best Visual Effects2019 
Asian Film Award for Best Visual Effects2020 
💬Personal Rating→ 7.5

Post a Comment

নবীনতর পূর্বতন