পাথুরে দেবী - মেঘদল | একটি না পাওয়া দেবির গল্প
মেঘদল হাজার তরুণের ভালোবাসার নাম। মেঘেরা যেমন ছায়া দেয় আবার বৃষ্টিতে ভিজিয়ে দেয় মানুষকে। তেমন মেঘেদের এই দল হাজারো শ্রোতাকে শুদ্ধ কিছু গান উপহার দিয়ে এসেছে তার জন্মের পর থেকে। সেই মেঘদল ব্যান্ডের জনপ্রিয় এলবাম শহরবন্দী এলবামে গান “পাথুরে দেবি” এর প্লট এবং গানের অর্থ জানব।
পাথুরে দেবি গানটার সুর ও কথা শীবু কুমারের। অন্তত প্রিয় একজন মানুষ আমার। এই গানটির সুর যেমন সুন্দর গানের লিরিক্স তেমনই জটিল এবং অর্থবহ। খুবই গভীর লিখনি।
photo Credit: Unsplash"পাথুরে দেবীর পাতার পাখনা গায়ে
স্নানের জলে নিহত অগ্নিমাছ,
নৌকোমানুষ সূর্যের দিকে যাই।
ট্রাফিক ভীড়ে সহস্র পঙ্খিরাজ।"
-একজন একটি দেবির পিছনে ছুটেছে। সে কল্পনায় দেবিকে পাতার পাখনা লাগিয়ে উড়তে দেখতে ভালোবাসে।সে জানে এই দেবিকে পেতে গিয়ে অনেকেই নিহত হয়েছে। অগ্নিমাছ হয়ে জলে ডুবে গেছে। কিন্তু সে সাহস করে সূর্যের দিকে যায়। সাথে অজস্র স্বপ্ন পঙ্খিরাজ হয়ে ভীড় করে মনের মধ্যে।
"আনমনা লোকটা এখনো দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল,
ময়দানে লড়াই মহিষে মহিষে আজ
খুন হবে কোজাগরি চাঁদ।"
-কিন্তু সেও অগ্নিমাছ হয়ে জলে স্নান করতে গিয়ে নিহত হয়ে যায়। সে আনমনে একা একা দাঁড়িয়ে থাকে। সে দেখে সব কিছু স্বাভাবিক ভাবেই চলছে। রেলগাড়িও তার পথে অবরাম ছুটে চলছে। শুধু সে একা থেমে গেছে। আর খুন হয়ে গেছে তাকে আলো দেয়া চাঁদটা।
"খুন হবে কোজাগরি চাঁদ।
সিলিংয়ে ঝুলছে রূপবতী লাশ
মহাশূন্যের মত একা,
শহরে আজও বৃষ্টি হবে না তাই
কাঁচপোকাদের নেই দেখা।"
-ভাঙ্গা স্বপ্নগুলো তার কাছে লাশ হয়ে ফিরে আসে তার কাছে। সুন্দর স্বপ্ন গুলোকে সে রুপবতী ভাবে। এই রুপবতী লাশ তার সামনে ঝুলতে থাকে। এই সময় তাকে শান্তনা দেওয়ার মতও কেউ থাকে না। তখন তার মন ভালো করতে শহরের আর বৃষ্টি হয় না। কোনো কাচ পোকাও আসে না। সে একা একা আনমনে দাঁড়িয়ে থাকে যা তার কাছে মহা শূন্যের ন্যায়।
"জলজ ঘ্রাণের নুন অনেকটা প্রাচীন
খোলসের মত আছে পড়ে,
করোটির ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে।।"
-তার চোখের দুই ধারে নোনা জল জমা হয়। করটির(হৃদপৃন্ড।মন বোঝাতে ব্যাবহার হয়েছে) ভিতর অন্ধকার জমাট হয় আর ভাঙ্গা স্বপ্ন গুলো উড়তে থাকে।
"তাই সে না পাওয়া দেবির নাম দেয় পাথুরে দেবী"
إرسال تعليق