ফ্রিল্যান্সিং: ক্যারিয়ার গড়ার একটি অন্যতম অধ্যায়

Become A Blogger. Publish Your Post Click Here!

X




Bottom Article Ad

ফ্রিল্যান্সিং: ক্যারিয়ার গড়ার একটি অন্যতম অধ্যায়

ফ্রিল্যান্সিং: ক্যারিয়ার গড়ার একটি অন্যতম অধ্যায় Freelancing: A Star Chapter To Build Cereer 


A Freelancer



আর্টিকেল টিতে যা যা যারয়েছে:

(আপনি চাইলে যেকোনো পয়েন্ট স্কিপ করতে পারেন)

[

১. ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?

২.ফ্রিল্যান্সিং - এ কি ক্যারিয়ার গড়া সম্ভব? Is it possible to build a career in freelancing In Bangladesh? 

৩.ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব? How to Start Freelancing?

৪.অনলাইনে ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি ধরনের কাজ পাওয়া যায়?What kind of jobs are available in freelance website? 

    ৪.১ কোন কাজগুলোর ডিমান্ড বেশি? Which jobs are most valuable in freelancing

৫ .ফ্রিল্যান্সিং কাজ করার প্রক্রিয়া। Freelancing jobs methods: How It Works?

৬. কোথায় ফ্রিল্যান্সিং কাজ করব?Where to find Freelance jobs?

৭.ফ্রিল্যান্সিং এর জন্য  কী কী প্রয়োজন?What we need for freelancing? 

৮. ফ্রিল্যান্সিং এর টিপস। Some Pro tips for freelancing

]


তবলার ঠুকঠাকঃ 

আজকে দেখলাম একটা সিএনজিতে মাইকিং করছে- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যারিয়ার গড়ুন অনলাইনেই। এই সেই,এত টাকা ফিস,প্রফেশনাল ট্রেইনার ইত্যাদি ইত্যাদি। ইউটিউব ঘাটলেই মাসে লক্ষটাকা আয় করার নিনজা টেকনিক পেয়ে যাবেন। আসলে কি এই ট্রেনিং গুলো নিয়ে অনলাইনে জব পাওয়া যায়? 

অনেকেই এসব প্রশিক্ষণ সেন্টারে হাজার হাজার টাকা খরচ করে কিছুই করতে পারে না। আবার কিছুসংখ্যক লোক হয়ত পারে। তবে আমি দেখি নি। এখন পর্যন্ত যারাই এই এসব প্রশিক্ষণ সেন্টারে গিয়েছেন আমার দেখা মতন; তাদের কাউকেই দেখি নি এক টাকা রোজগার করতে। ভাবছেন তাহলে এসব কি ভুয়া?আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমি আপনাদের যারাই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ইচ্ছুক তাদেরকে কিছু বেসিক ধারনা কিভাবে শুরু করবেন এসব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। 


১. ফ্রিল্যান্সিং কি? What is Freelancing?


সাধারণ অর্থে ফ্রিল্যান্সিং বলতে একটি নির্দিষ্ট মূল্যর বিনিময়ে অনলাইনের কোনো ব্যাক্তিকে বা প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা। যারা এসব কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্স ওয়ার্কার বলে৷ ফ্রিল্যান্সারা মূলত সেল্ফ ইমপ্লয়েড। একজন ফ্রিল্যান্স ওয়ার্কার চুক্তিতে কাজ করে এবং সেই চুক্তি অনুযায়ী পেমেন্ট পায়।


২.ফ্রিল্যান্সিং - এ কি ক্যারিয়ার গড়া সম্ভব? Is it possible to build a career in freelancing In Bangladesh?

 

ফ্রিল্যান্সিং করে অবশ্যই ক্যারিয়ার গড়া সম্ভব।তবে আপনাকে অবশ্যই প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। মনে রাখবেন ফ্রিল্যান্সিং একটি সাধারণ জবের মতই। তবে পার্থক্য হচ্ছে আপনাকে মাসিক একটি চুক্তির মধ্যে একই প্রতিষ্ঠান বা ব্যাক্তির জন্য কাজ করতে হবে না। তবে অনেক ক্ষেত্রে অনলাইন ওয়ার্কাররা পার্ট-টাইম বা ফুল-টাইম জব করে থাকে। সেটাকে আমি ফ্রিল্যান্সিং কম ভার্চুয়াল জব বেশি বলব। কারণ ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা।


৩.ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব? How to Start Freelancing?


আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি।কীভাবে শুরু করব?

প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী। ফ্রিল্যান্সিং জবে আপনি আপনার সেবা বিক্রির বিনিময়ে টাকা নিবেন। আপনি যেই সার্ভিস দিবেন করবেন তাতে আপনাকে পটু হতে হবে। কেননা কেউই চাইবে না, সে টাকা দিয়ে খারাপ সার্ভিস গ্রহণ করতে। তাছাড়া সাধারণ জবের মতই অনলাইনেও অনেক কম্পিটিশন রয়েছে। আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। কনভার্সিয়াল ইংরেজি মিনিমাম জানতে হবে।নয়ত আপনি ক্লায়েন্ট(যারা কাজ করিয়ে নেয়) এর সাথে ঠিকভাবে কথাই বলতে পারবেন না। অনলাইনে ফ্রিল্যান্সাররা যেসব কাজ করে থাকে তার বেশিরভাগ ক্ষেত্রেই বহুমাত্রিক সৃজনশীলতার প্রয়োজন। 


যেভাবে শুরু করবেনঃ

১.আপনি ঠিক করুন কোন বিষয়ের উপর কাজ করবেন। 

২.আপনি যদি আগে থেকে কোনো কাজ না পেরে থাকেন তাহলে একটি নির্দিষ্ট কাজ শিখে ফেলুন।

৩.কোনো বিষয়ে পারদর্শী হতে হলে সেই বিষয়ে আগে বেসিক থেকে এডভ্যানস লেভেল পর্যন্ত শিখুন এবং জানুন। 

৪.প্রয়োজনে অনলাইনে বা অফলাইনে সেই বিষয়ে একটি কোর্স করুন। 


৪.অনলাইনে ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি ধরনের কাজ পাওয়া যায়?What kind of jobs are available in freelance website?


অনেকেই এখানে ভুল করে। যে কাজ গুলোর ডিমান্ড বেশি তারা সেই কাজ গুলোই করতে যায়। ভাই শুনোন, একটু আগেও বলছি এখনো বলছি,  কোন কাজ করবেন যেটা খোজার আগে, আপনি কোন কাজটি পারেন সেটা খোজার চেষ্টা করুন। ধরুন আপনি অনেক ভাল চিঠি লিখতে পারেন বা আপনি স্পিচ লিখতে পারেন। আপনি এই কাজ গুলোও করতে পারবেন এবং ভালো রকম পেমেন্ট নিতে পারবেন। আপনি গান গাইতে পারেন? ভালো মিউজিক সৃষ্টি করতে পারেন? আপনি সেই বিষয়েও কাজ পাবেন।একটি  কোঃ বা বিসনেসের নামকরনের জন্যও তারা হাজার হাজার টাকা পে করতে রাজি ক্লায়েন্টরা। শুধু মাত্র ফ্রিল্যান্সার.কম (Freelancer.com) সাইটেই ১৩০০ এর অধিক ক্যাটাগরি রয়েছে কাজ করার। তাহলে এবার বুঝতেই পারছেন। আপনি দক্ষ হলে কাজের অভাব হবে না। হ্যা তবে বেশি ডিমান্ড রয়েছে এমন কাজ শেখা ভালো। তবে তার আগে ভেবে দেখুন আপনি ঐ বিষয়ে আপনার সর্বোচ্চটা দিতে পারবেন কি না। 


৪.১ : কোন কাজগুলোর ডিমান্ড / চাহিদা বেশি? Which jobs are most valuable in freelancing


নীচে কিছু হাইয়েস্ট পেয়িং এবং ডিমান্ডিং জবস এর ক্যাটাগরি দেওয়া হলো।

Web designer/Web Development/ Website Related Other services

Computer programmer/Coding/php,java, c,c++ specialist.

Graphic designer/logo maker/ Illusionist/animation making/

Tutor/Skill share

Marketing specialist/Marketing Manager/Digital Marketing

Virtual assistant/

Editor/Video Editor/ 

Writer/article writing/ content creating/ copyrighting

Online Tutor

SEO and SEO related service

Software consultant/App Development/Financial consultant/Account/Human resource advisor more and more


৫. ফ্রিল্যান্সিং এ কাজ করার প্রক্রিয়া। Freelancing jobs methods: How It Works?

কাজ পারি, এবার কী করব? 

আপনি ২ ভাবে সার্ভিস দিতে পারেন। 

১.আপনি নিজে একটি প্রজেক্ট ক্রিয়েট করে ডিস্পলে করতে পারেন। সেখানে ক্লায়েন্টরা আপনার সার্ভিস খুজে আপনাকে অর্ডার দিবে। People per hour, upwork ইত্যাতি সাইটে আপনি আপনার সার্ভিস প্রজেক্ট হিসেবে শো করিয়ে রাখতে পারবেন। এখানে আপনি আপনার সার্ভিসের একটি নির্দিষ্ট পেমেন্ট রেট সেট করে রাখবেন।

২.আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী জব গুলোতে প্রপোজাল পাঠাতে পারবেন। সেখানে ব্যাক্তি বা প্রতিষ্ঠান বিবেচনা করে আপনাকে সিলেক্ট করবে। তখন আপনি তাদের কাজটি করে দিবেন এবং নির্দিষ্ট পেমেন্টটি পেয়ে যাবেন।


এখানে আরেকটি হলো নিজের কাজ নিজে করা। যেমন আপনি আর্টিকেল রাইটিং ভালো পারেন। আপনি একটি ওয়েব সাইট খুলে ব্লগিং শুরু করতে পারেন অথবা ইউটিউবে নির্দিষ্ট নিছ এর উপর কন্টেন্ট বানাতে পারেন বা নিজের একটি সফটওয়্যার বানিয়ে আয় করতে পারেন।


৬. কোথায় কাজ করব?Where to find Freelance jobs?


কোথায় কাজ করবেন সেটা আপনিই ঠিক করুন। ফ্রিল্যান্সিং এর টপ কিছু সাইট হচ্ছেঃ Fiveer,Upwork,freelancer,99degins,topal,People per hour, iwritter,Guru, Iinkedin ProFinder etc etc. 

এসব সাইট গুলোতে কাজ করার নিয়ম প্রফাইল মেকিং, প্রপোজাল পাঠানো, প্রজেক্ট সাবমিট করা, পেমেন্ট পদ্ধতি এসব আপনি ইউটিউব বা গুগলে সার্চ কতলেই পেয়ে যাবেন। তাই আপনি আপনার সুবিধা হবে এমন একটি সাইটে প্রফাইল ক্রিয়েট করে কাজ শুরু করতে পারেন। 

Freelancing in Bangladesh


৭.ফ্রিল্যান্সিং এর জন্য  কী কী প্রয়োজন?What we need for freelancing?


একটি ল্যাপটপ/কম্পিউটার, ভালো ইন্টারনেট কানেকশন, ইংরেজিতে একটু দক্ষতা, সৃজনশীলতা, আর অনেক অনেক ধৈর্য।  মোবাইল দিয়েও করা যায়। যেসব কাজ মোবাইল দিয়ে করা সম্ভব সেসব কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারেন৷ 


৮. ফ্রিল্যান্সিং এর প্র টিপস। Some Pro Tips for Freelancing beginners :


-ধৈর্য হাড়াবেন না। প্রথম প্রথম আপনি কাজ না পেলে হতাশ না হয়ে বার বার চেষ্টা করুন। 

-একদম কম দামে বিড করবেন না।

-ক্লায়েন্ট কে প্রপোজালের সময়(কোনো কাজ পাওয়ার জন্য এপ্লাই) অনেক সুন্দর করে নিজের প্রেজেন্টেশন দিন। আপনাকে দিয়ে তারা কেন কাজ করাবে সে বিষয়ে বলুন। আপনার দক্ষতা, এক্সপেরিয়েন্স সম্পর্কে বলুন। প্রয়োজনে সুন্দর একটি সিভি রেডি করে রাখতে পারেন।এডিশনাল ডকুমেন্টস হিসেবে দেখাবেন। আপনার প্রফাইল প্রফেশনালদের মতো করে সাজান। কিছু ডেমো প্রজেক্ট সাবমিট করতে পারেন। আপনার কাজের প্রক্রিয়া বলুন। সুন্দর এবং সাবলিল ভাষায় লিখুন।

প্রয়োজনে অন্যান্য প্রফেশনাল ওয়ার্কারদের ফলো করুন।

-একটি পেপাল,পেওনিয়ার একাউন্ট খুলোন। ভেরিফায়েড একাউন্ট।

-যেই সাইটে কাজ করবেন সেই সাইটে আপনার সঠিক ডিটেইল দিয়ে সব কিছু পূরণ করুন।


-মানসিক শক্তি রাখুন৷ মনে রাখবেন অন্যর পকেটের টাকা নিজের পকেটে আনা এতটা সহজ নয়। সততা, নিষ্ঠা, পরিশ্রম, আত্মবিশ্বাস এসব গুনাবলি নিয়ে নিজেকে তৈরি করুন।



সর্বোপরি বলব যেকোনো কাজেই ইচ্ছা শক্তি এবং পরিশ্রম প্রয়োজন। বাংলাদেশের ডিডিপিতে ফ্রিল্যান্সাররা অনেক খানি ভূমিকা রাখছে। বিশ্বের মোট অনলাইন ওয়ার্কারদের ১৬% ই বাংলাদেশি, যা ভারতের(২৪%) পরে ২য় সর্বোচ্চ। এই ১৬ শতাংশের টপ দশ শতাংশের আয় ১০০০০ ডলারের অধিক।  Elance এ একটি বাংলাদেশি ওয়ার্কারের গড় আয় ৯ ডলার প্রতি ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন ফ্রিল্যান্সিং কত বড় একটি বিজনেস। আপনি ১৮/২০ বছর পড়াশোনা করে, টাকা ইনভেস্ট করে একটি চাকরী যখন পেতে হিমশিম খাচ্ছেন তখন এই ফ্রিল্যান্সাররা বিনা ডিগ্রিতে, নিজের দক্ষতায় হাজার লক্ষ টাকা আয় করছে। 

এতক্ষণে নিশ্চয় ফ্রি ল্যান্সিং সম্পর্কে আপনার ধারনা হলো। আপনি যদি এই কাজে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিজের স্ক্রিলকে কাজে লাগান ঘরে বসেই লাখ টাকা আয় করুন। আজ এইটুকুই পরের পোস্টে আফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যেকোনো প্রশ্ন বা মতামত জানানোর জন্য কমেন্ট করুন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। রমজানের শুভেচ্ছা নিবেন। 

আসলামু আলাইকুম।

Post a Comment

নবীনতর পূর্বতন